প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২ ১৭:৫১

বাংলাদেশ একদিন ফুটবলে বিশ্বকাপ জিতবে বলে আশা ব্যারিস্টার সুমনের

অনলাইন ডেস্ক
বাংলাদেশ একদিন ফুটবলে বিশ্বকাপ জিতবে বলে আশা ব্যারিস্টার সুমনের

বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল জিতবে বলে আশাপ্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে ফুটবল খেলার সময় সোমবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমি বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশে চলে যাবো। এজন্য একটা ম্যাচ খেলে যেতে চাই। আমি চাই, ফুটবলটা ছড়িয়ে পড়ুক দেশ ও দেশের বাইরে।

যারা প্রবাসী, তারা যদি ফুটবলটা ছড়িয়ে দেন, তাহলে আমরা অনেক বেশি ফান্ড পাবো। অনেক বেশি স্পন্সর পাবো। এতে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।

ফুটবল একাডেমি খেলতে দুবাইতে এসেছেন জানিয়ে তিনি বলেন, দুবাই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে খেলতে আমরা এখানে ছুটে চলে এসেছি। দুবাইয়ের আজমানে এটা একটা জমজমাট ম্যাচ হবে।

‘আমার বিশ্বাস দেশ ও দেশের বাইরে থেকে যদি সবাই সহযোগিতা করে, বাংলাদেশ একদিন ফুটবলে বিশ্বকাপ জিতবে।’

মানবসেবার ব্রত নিয়ে ছুটে চলা ব্যারিস্টার সুমন ক্রীড়া অনুরাগীও বটে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদের এক হাজার খেলার সামগ্রী বিতরণ করেন। তাছাড়া পাঁচটি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন।

নিজের নামে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পেশাগত ব্যস্ততাকে পাশ কাটিয়ে সুযোগ তৈরি করে ভবিষ্যৎ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে নিজেও দেশ-বিদেশে ঘুরে ঘুরে ফুটবল খেলে বেড়ান সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে