প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৫:৩৮

রেলমন্ত্রী ও মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে মহিউদ্দিন রনি

অনলাইন ডেস্ক
রেলমন্ত্রী ও মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে মহিউদ্দিন রনি

রেলের টিকিট জটিলতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে এসেছেন। রেলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রেল ভবনে আসেন তিনি।

তিনি বলেন, রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক আমাকে রেলের যাত্রীসেবা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে ডেকেছেন।

এর আগে তিনি বলেন, রেলের বর্তমান পরিস্থিতি ও গত তিন মাসে কতটুকু পরিবর্তন হলো তা নিয়েই কথা বলবো। তিন মাসে তেমন পরিবর্তন দেখিনি।

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন এ শিক্ষার্থী। পরে তাকে রেলওয়ের অংশীজন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে