প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২২ ১৪:৩৭
পুলিশ বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

খুলনায় বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি'র কোনো নেতাকর্মীকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন পুলিশ তাদের হয়রানি করছে না।
শনিবার (২২ অক্টোবর) দুপুরের রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
বিসিএস উইমেন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে আগে থেকে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) রয়েছে তারা গ্রেপ্তার হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাস মালিকরা তাদের ইচ্ছায় গণপরিবহন বন্ধ রেখেছে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। গণসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে বিভাগীয় পুলিশ কমিশনার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন