প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২ ১১:৩৮

ল্যাভরভের সফরে জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে

অনলাইন ডেস্ক
ল্যাভরভের সফরে জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে

চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরের কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। তার এই সফরে সম্ভাব্য জ্বালানি সহযোগিতার বিষয়টি তুলে ধরবে ঢাকা। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।

রোববার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সচিব বলেন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে।

এর আগে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ।

খবর: বাসস

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে