প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ১৫:২১

অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কিছুটা কমেছে, কোথাও সামান্য বেড়েছে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৪ ডিসেম্বর) সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ কমে হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে