প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ১৬:০১

তাপমাত্রা বেড়ে দূর হলো শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
তাপমাত্রা বেড়ে দূর হলো শৈত্যপ্রবাহ

তিন জেলায় শনিবার (৩১ ডিসেম্বর) মৃদু শৈত্যপ্রবাহ বইলেও তাপমাত্রা বেড়ে রোববার (১ জানুয়ারি) তা দূর হয়েছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। একদিন আগে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবার দুদিন পর রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেও ঢাকাসহ সারাদেশেই শীতের তীব্রতা রয়েছে। বেলা অনেকটা গড়ালেও দেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশার কারণে দেখা মেলে না সূর্যের।

শনিবার সকালে নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। রোববার তা দূর হলো।

রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৮ থেকে ১১ দশমিক ৬, শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি থেকে বেড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে