প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১১:৩৩

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

অনলাইন ডেস্ক
বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

জনবহুল শহর রাজধানী ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। মঙ্গলবার সকাল ৮টা ২৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১১ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে আছে।

চীনের উহান ও ঘানার আক্রা যথাক্রমে একিউআই ২৮১ ও ২৮০ স্কোর নিয়ে তালিকার প্রথম দুইটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে