প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৩ ১৬:১৬

বিমানের টরন্টোগামী উড়োজাহাজে ভাঙচুর

অনলাইন ডেস্ক
বিমানের টরন্টোগামী উড়োজাহাজে ভাঙচুর

ঢাকা থেকে টরন্টোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করছেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, দুইজন যাত্রী এই ভাঙচুর চালিয়েছেন বলে ধারণা সংস্থাটির। তবে এখনো ওই যাত্রীদের শনাক্ত করতে পারেনি বিমান। সংশ্লিষ্ট উড়োজাহাজের সিসি ক্যামেরার ভিডিও ও সিট নম্বরের বোর্ডিং কার্ড দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

গত শনিবার রাত পৌনে ৪টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে টরন্টোর উদ্দেশ্যে রওনা করে বিমানের বিজি-৭৮৭ ফ্লাইট। এর ২৪ ঘণ্টা পর টরন্টো বিমানবন্দরে নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করে। তখন যাত্রীরা নেমে গেলে ভাঙচুরের বিষয়টি ধরা পড়ে। এর মধ্যে যাত্রীদের আসনের কয়েকটি হাতলসহ বেশকিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) শফিউল আজিম সাংবাদিকদের জানান, ঢাকা-টরন্টো ফ্লাইটে সিটসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুরের বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

উপরে