প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩ ১৬:৫৯

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, কম ডেনমার্ক

অনলাইন ডেস্ক
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, কম ডেনমার্ক

বিশ্বের ১৮০টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষ স্থানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। আর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে বিবেচিত হয়েছে ইউরোপের ডেনমার্ক। দুর্নীতির ধারণাসূচকে (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে দেশটি পেয়েছে ৯০।

২০২২ সালের পরিস্থিতি বিবেচনায় দুর্নীতির এ ধারণাসূচক প্রকাশ করেছে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর সারমর্ম তুলে ধরা হয়। বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

কম দুর্নীতির দেশের পরের অবস্থান রয়েছে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। দেশ দু'টি সিপিআই'র ১০০ স্কোরের মধ্যে পেয়েছে ৮৭ করে। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সোমালিয়া সিপিআই'র ১০০ স্কোরের মধ্যে পেয়েছে ১২ পয়েন্ট। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এর পরের অবস্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ সুদান ও সিরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ভেনিজুয়েলা। তাদের স্কোর যথাক্রমে ১৩ ও ১৪।

এসময় টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ কমিউনিকেশন) শেখ মঞ্জুর-ই আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে