প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:০৯
রাজধানীর মৌচাক টাওয়ারে অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
রাজধানীর মৌচাক টাওয়ারের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১টা ৩৭ মিনিটে ১৪ তলা মৌচাক টাওয়ারের সাত তলায় আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন