প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩ ১৬:৪২

প্রেমের ফাঁদ: নগ্ন ছবি ছড়ানোর ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা

অনলাইন ডেস্ক
প্রেমের ফাঁদ: নগ্ন ছবি ছড়ানোর ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা

প্রেমের ফাঁদে ফেলে তুলে রাখা হতো নগ্ন ছবি। এরপর সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। এমন অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজার জেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের পেকুয়ার রাজাখালী গ্রামের আমিনুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৩২) এবং মিয়ারপাড়া গ্রামের মো. সওকতের ছেলে মো. সরোয়ার (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।


র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মোবাইলে পরিচয় হওয়া এক নারীকে বিয়ের প্রলোভনে সাক্ষাৎ করতেন জহির। এরপর সেই নারীর ব্যক্তিগত ছবি তুলে রাখতেন। পরে এসব ছবি দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন তিনি। এতে ওই নারী রাজি না হওয়ায় তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন জহির। কিন্তু টাকা না দেওয়ায় জহির ছবি আরেক সহযোগী সরোয়ারের কাছে পাঠিয়ে দেন।
পরবর্তীতে ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে