প্রকাশিত : ৬ মে, ২০২৩ ১৭:৪০

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়বেন ৪২ জন

অনলাইন ডেস্ক
ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়বেন ৪২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৬ মে)। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।

দেশের আটটি বিভাগীয় শহরে হবে এ পরীক্ষা। এতে অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। মোট আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি। এক আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ৪২ জন।

পরীক্ষার সময় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে এক লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে সাত হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন।

প্রতি আবেদনের ফি ছিল এক হাজার টাকা। ফলে আবেদন থেকে প্রায় ৩০ কোটি টাকা ফি আদায় করেছে ঢাবি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে