প্রকাশিত : ৬ মে, ২০২৩ ১৭:৪১

এসএসসির প্রশ্ন ফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

অনলাইন ডেস্ক
এসএসসির প্রশ্ন ফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করানোর শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেসবুক পেজ এবং মেসেঞ্জারে বিজ্ঞাপন দিতেন। এরপর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে রকেট, নগদ ও বিকাশের মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হাতিয়ে নিতেন হাজার হাজার টাকা। এমন এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম।

আব্দুর রউফ প্রীতম নামের গ্রেফতার ওই শিক্ষার্থী রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (৬ মে) এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, গত রাতে গাড়ি চুরি প্রতিরোধ টিম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ঢাকা ক্যান্টনমেন্টের বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটির সামনে থেকে আব্দুর রউফ প্রীতম নামের এক ছাত্রকে গ্রেফতার করে।

তিনি বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে পারবে এরকম শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রীতম ফেসবুক এবং মেসেঞ্জার পেইজে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। SSC Batch 2023, SSC Short Syllabus 2023, Desh View নামক একাধিক page থেকে সে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রচারণা চালাতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই প্রচারণায় বিশ্বাস করে তার সঙ্গে যোগাযোগ করে।

উপ-পুলিশ কমিশনার বলেন, এক পর্যায়ে তার চাহিদামতো তারা টাকা বিকাশ, নগদ ও রকেট নামক মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে প্রেরণ করেন। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই প্রতারক ছাত্র তার বাবা ও মায়ের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একাধিক হিসাব খুলেছিল।

পাবলিক পরীক্ষায় আইন ১৯৮০ অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে