প্রকাশিত : ১২ মে, ২০২৩ ১১:৪৭
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৭০ জন
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) অনুষ্ঠিত হবে।
এ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৯ জন। এতে মোট আসন রয়েছে ১ হাজার ৮১৫টি। সে হিসাবে একটি আসনের বিপরীতে প্রায় ৭০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে লড়তে হবে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বেলা ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন