প্রকাশিত : ১৪ মে, ২০২৩ ১৫:১৬

‘রত্নগর্ভা মা’ পদক পেলেন ৩৬ নারী

অনলাইন ডেস্ক
‘রত্নগর্ভা মা’ পদক পেলেন ৩৬ নারী

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ৩৬ নারীকে ‘রত্নগর্ভা মা’ পদক দিলো আজাদ প্রোডাক্টস। এরমধ্যে ১১ নারীকে বিশেষ ক্যাটাগরিতে এবং ২৫ নারীকে সাধারণ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হলো। এছাড়া ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ বিশেষ পদক পেয়েছেন নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২২ এর আয়োজন করে আজাদ প্রোডাক্টস।

গত ২০ বছর ধরে ‘রত্নগর্ভা মা’ পদক দিচ্ছে আজাদ প্রোডাক্টস। ২০০৩ সালে চালু হয় এই পদক। এ বছর আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ এর বিশেষ ক্যাটাগরিতে ১১ জনকে পদক দেওয়া হয়েছে। এরা হলেন- যমুনা বিশ্বাস, রহিমা বেগম, আফরোজা বেগম (তামান্না), মহিনূর বেগম, মনোয়ারা বেগম, মেহেরুন নেছা খানম, শাম্মীয়ারা আক্তার, অধ্যাপক রহিমা খাতুন, মিলন রহমান, শামসুন্নাহার চৌধুরী ও সামসুন নাহার।

এছাড়া সাধারণ ক্যাটাগরিতে ২৫ নারী পদক পেয়েছেন। তারা হলেন- মাহমুদা নুরুন নাহার, জায়েদা খাতুন, হাসিনা আক্তার, সুফিয়া বেগম, রওশন আরা, সৈয়দা রোকসানা বেগম, আয়শা আক্তার, আরজিমা চৌধুরী, দিলরুবা খানম, মাহমুদা বেগম, রোকেয়া বেগম, মাসুদা খাতুন, জাহানারা আক্তার, রীনা খান, রৌশন আখতার, হালিমা খাতুন, আহসান সাবেরা কামাল, আনিস ফাতেমা জেসমিন, ফাতেমা মুনসেফ, বাসন্তী রানী ধর, ফরিদা খানম, আয়েশা বেগম, ফাতেহা হোসেন, আঁখি রানী সূত্রধর এবং আঞ্জুমান আরা বেগম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে