পারিবারিক কলহের জেরে ব্লেডের আঘাতে বাবা-ছেলে আহত
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে ব্লেডের আঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মো. ইমন (৪৫) ও তার ছেলে আসিফ (১৬)। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইমনের স্ত্রী ইসমত আরা জানান, ইমন রিকশা চালান। পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আজ সকালে ইমন দোকান থেকে ব্লেড নিয়ে গিয়ে নিজের গলার একপাশে পোজ দেয়। তার ছেলে আসিফ বাধা দিতে গেলে তার শরীরেও পোজ দেয়। এতে গুরুতর আহত হন দুইজনই। পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর থেকে পারিবারিক কলহের জেরে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও জানান, ইমনের গলা অনেকখানি কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন