প্রকাশিত : ৬ জুন, ২০২৩ ১৬:০৪

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ জুন) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩২৫টি কেন্দ্রে ৮৭৮টি কলেজে ৩১টি অনার্স বিষয়ের এ পরীক্ষায় মোট চার লাখ ৩৩ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার (প্রমোটেড) ৯৫ দশমিক ৩৯ শতাংশ।

বিশবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) রাত ৮টা থেকে এ ফলাফল পাওয়া যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে