ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে প্রতিষ্ঠানের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ জুন) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন একই দপ্তরের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।
মামলার একমাত্র আসামি হলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড বাঁশখালী উপশাখার ক্যাশ ইনচার্জ মো. হারুনুর রশিদ (২৯)। হারুন চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন হাশিমপুর মোয়াজ্জিন বাড়ির আবদুল মজিদের ছেলে।
মামলায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ পরিচালক মো. আতিকুল আলম।
দুদক সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড জলদী মিয়া বাজার শাখার অধীন বাঁশখালী উপশাখার ক্যাশ ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন হারুনুর রশিদ। দায়িত্বে থাকা অবস্থায় গত ৩১ মে ব্যাংকের ভল্টের ও ক্যাশ কাউন্টারের মূল চাবির দায়িত্বরত অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ১ জুন ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশে উপশাখার প্রধান মো. শহিদুল ইসলাম বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে দুদকে পাঠিয়ে দেন।
এরপর বুধবার দুদক অভিযোগের বিষয়ে মামলা অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে একই দিন বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন