পুলিশ সদরদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
ঢাকা সফরের দ্বিতীয়দিনে পুলিশ সদরদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।
সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকটি দুপুর দুইটা ৪৫ থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা।
সফরের প্রথমদিন রোববার (৯ জুলাই) ইইউ প্রতিনিধিদল কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসে ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন রোববার ঢাকায় আসেন।
এর আগে শনিবার ছয় সদস্যের প্রতিনিধিদলের চারজন দুই ভাগে ঢাকায় আসেন। তবে রোববার থেকে ঢাকায় তাদের আনুষ্ঠানিক সফর শুরু হয়। আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।
ঢাকায় সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল-সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধিদল সে বিষয়ে সুপারিশ করবে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন