নামুজায় সমিতির আমানতের টাকা ফেরত পেতে কর্তৃপক্ষকে অবরুদ্ধ!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে বিলহামলা সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিএস) সমিতির কর্তৃপক্ষকে আমানতকারীরা অবরুদ্ধ করে। অতঃপর পুলিশের উপস্থিতিতে শান্ত হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় সদরের নামুজা ইউনিয়নের পাল্লাপাড়া গ্রামে মৃতঃ ফুলমিয়ার বাড়িতে অবস্থান করছিল তার মেয়ে শিউলি ও জামাই এজমল হোসেন।
এ সংবাদ গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বেশকিছু আমানতকারীরা উক্ত স্থানে উপস্থিত হয়ে টাকা ফেরত নেওয়ার দাবীতে অবরুদ্ধ করে রাখে। এ সময় বিএসডিএস সমিতির কর্তৃপক্ষ শিউলি সরকারের সেবা দান ৯৯৯ নম্বরে পুলিশের সাহায্য চেয়ে ফোন করে। সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এসআই শহিদুল ইসলাসসহ পুলিশ সদস্য ঘটনার স্থলে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমানতকারীদের নিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য আলোচনা সভা করার প্রতিশ্রুতিতে দুই সপ্তাহের সময় নিয়ে সমিতির কর্তৃপক্ষকে অবরুদ্ধ মুক্ত করে।
উল্লেখ্য যে, বিএসডিএস সমিতির নামে অগণিত মানুষের কাছে থেকে নেওয়া টাকা ফেরত না দিয়ে তালবাহানা করছে ও অফিস বন্ধ করে রেখেছে। সবমিলিয়ে বলতে চাই, গ্রাহকের আমানতের টাকা ফেরত পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন