প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১৪:১৯

বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ভ্রাম্যমাণ টয়লেট

অনলাইন ডেস্ক
বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ভ্রাম্যমাণ টয়লেট

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে হাজির হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তাদের সুবিধার্থে নয়াপল্টনের নাইটেঙ্গেল মোড়ে বসানো হয়েছে মোবাইল টয়লেট।

শুক্রবার (২৮ জুলাই) সরকারের পদত্যাগ ও একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে এই মোবাইল টয়লেট বসানো হয়।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়াই করা তাবিথ আউয়াল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এই মোবাইল টয়লেট বসানো হয়। এতে নেতাকর্মীরা সাধুবাদ জানান।

সন্তুষ্টি প্রকাশ করে তারা জানায়, বিএপির সরকারবিরোধী আন্দোলন এখন অনেক সুসংগঠিত, তার প্রমাণ এই ছোট ছোট বিষয়গুলো। তারা নেতাকর্মীদের সুবিধা অসুবিধা সব কিছুই খেয়াল করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে