প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৩ ১২:০৫

ডেঙ্গু কাড়লো আরেক চিকিৎসকের প্রাণ

অনলাইন ডেস্ক
ডেঙ্গু কাড়লো আরেক চিকিৎসকের প্রাণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক চিকিৎসক মারা গেছেন।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাচ্চু মিয়া আরও জানান, শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।

এর আগে গত সোমবার দিনগত রাতে ডা. দেওয়ান আলমিনা মিশু নামে এক চিকিৎসক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে