ডিজিটাল প্ল্যাটফর্মে সমতা আনতে ইকোয়ালিটি সেন্টার করছে বাংলাদেশ
ডিজিটাল প্ল্যাটফর্মে সমতা আনতে বাংলাদেশ ইকোয়ালিটি সেন্টার করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোপ্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন।
তিনি বলেন, ডিজিটাল ও আইসিটি ডিভাইসে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অ্যাকসেস কম। এ ক্ষেত্রে অনেক দেশ এগিয়ে আছে, আবার পিছিয়েও আছে অনেক দেশ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, ডিজিটাল অ্যাকসেসে সবাইকে সমতায় নিয়ে আসা। এ ক্ষেত্রে দেশের ভেতরে ও বাইরে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি তোলা হবে।
শনিবার (১২ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আইসিটি বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি উইংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন। এসময় আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুনও উপস্থিত ছিলেন।
ই-সিকিউরিটি নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে কোনো কথা হয়েছে কি না প্রশ্নে আইসিটি সচিব বলেন, সবকিছু নিয়েই কথা হয়েছে। সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। যখন তথ্য ভাণ্ডারে মানুষের তথ্য-উপাত্ত আমাদের কাছে থাকবে, তখন তা রক্ষা করতে হবে। ডিজিটাল জগতে কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না।
দেশের ভেতরে ধনী-গরিব সবাই যাতে সমানভাবে ডিজিটাল অ্যাকসেস পায়, সেই কথা বলছেন। কিন্তু ধনী দেশে ইন্টারনেট স্পিড কত থাকবে, আর বাংলাদেশে কত থাকবে, এ ব্যাপারে সমতা আনতে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কেবল বাংলাদেশের ভেতরেই না, বাইরে যারা আমাদের চেয়ে এগিয়ে আছেন, তাদের সঙ্গেও আমাদের সমতা আনতে হবে। সবার সহযোগিতা আমাদের লাগবে। যাদের চেয়ে আমরা পিছিয়ে আছি, তাদের সঙ্গেও কাজ করতে হবে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফিলিপাইনের লিও টিটো এল. অওসান জুনিয়র, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত, ভিয়েতনামের ডেপুটি রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, ভুটানের ডেপুটি রাষ্ট্রদূত, নেপালের প্রতিনিধি, মালদ্বীপের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, লিবিয়ার ডেপুটি রাষ্ট্রদূত, সিঙ্গাপুরের অনারারি কন্সুলার, ব্রুনাইয়ের ডেপুটি রাষ্ট্রদূত, পাকিস্তানের প্রতিনিনিধি, ওয়ার্ল্ড ব্যাংকের পরিচালন ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন