প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৩

যেসব বিষয়ে জাতিসংঘে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
যেসব বিষয়ে জাতিসংঘে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে রোববার নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো বিষয়গুলোর ওপর বক্তব্য রাখবেন। একইসঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুটি আবারো জোড়ালভাবো বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় যে নতুন মেরুকরণ দেখা দিয়েছে সেখানে বাংলাদেশ তার স্বকীয় অবস্থান থেকে অংশ নেবে জাতিসংঘের অধিবেশনে।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশন কার্যালয়ে এসব কথা জানিয়েছেন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত। তিনি জানান, ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন।

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে এবার প্রায় ১৫০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন।

এবারের প্রতিপাদ্যে বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে আস্থার পুনর্গঠন ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করার বিষয় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ অধিবেশনকে সামনে রেখে, শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত। তিনি জানান, শুক্রবারের সাধারণ পরিষদের অধিবেশনে এবারও বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরবেন বাংলাদেশের অভাবনীয় উন্নতির কথা।পরিবর্তিত বিশ্বব্যবস্থায় যে নতুন মেরুকরণ দেখা দিয়েছে সেখানে বাংলাদেশ তার স্বকীয় অবস্থান থেকে অংশ নেবে জাতিসংঘের অধিবেশনে। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুটি জোড়ালোভাবে তুলে ধরা হবে বিশ্ববাসীর সামনে।

রাষ্ট্রদূত মুহিত জানান, এবারও গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জার্মানির চ্যান্সেলরের আহ্বানে জাতিসংঘের সঙ্গে দেশটির সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একটি নাগরিক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে