প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৭

প্রকৌশল গুচ্ছভুক্ত ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-মাইগ্রেশন শেষ হচ্ছে আজ

অনলাইন ডেস্ক
প্রকৌশল গুচ্ছভুক্ত ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-মাইগ্রেশন শেষ হচ্ছে আজ

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি ও অটো মাইগ্রেশনের ফি জমার সময় শেষ হচ্ছে আজ রোববার (১৭ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তি বাতিল বলে বিবেচিত হবে।

তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে স্নাতক প্রথম বর্ষ বা লেভেল-১-এ (শিক্ষাবর্ষ ২০২২-২৩) ভর্তির জন্য তৃতীয় দফা ভর্তির পর অপেক্ষমাণ তালিকার ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭৭৩-৫৭৮৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৫৪ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭৭৩-৫৭৮৬ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীদের রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে ভর্তি ফি জমা দিতে হবে। এ সময়ের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এদিকে, নোটিশ প্রাপ্তির পর থেকেই অটো মাইগ্রেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। প্রার্থীরা তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগেই পড়তে ইচ্ছুক থাকলে রোববার বিকেল ৫টার মধ্যে অটো মাইগ্রেশন বন্ধ করতে হবে। অন্যথায় তাদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ অটোমাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হবে।

প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারণ করে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৭৮৭-৫৮৯৬ মেধাতালিকা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের ৩৫৬-৩৮০ মেধাতালিকা পর্যন্ত শিক্ষার্থীরা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ না পাওয়ায় ভর্তির ফি জমা দেবে না। পরবর্তীতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য তাদেরকে পর্যায়ক্রমে ডাকা হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর এ তিন বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন ক্লাস হবে। প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ওরিয়েন্টেশন ক্লাস সংক্রান্ত যেকোনো তথ্য পেতে শিক্ষার্থীদের এ ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে