প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৬:৩২

নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে রাজধানীতে চলছে কৃষক দলের ‘কৃষক সমাবেশ’।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

এর আগে দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান স্লোগান সমাবেশস্থলে জড়ো হন তারা।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশকে নয়াপল্টন এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে