প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৩ ১৬:০৭
রাজধানীতে ১৬০০ রাউন্ড ‘গুলি সদৃশ বস্তু’ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড ‘গুলি সদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত ‘গুলি বিশেষ’।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ এ তথ্য জানান। তিনি বলেন, আজ বুধবার সকাল ৭টার দিকে শাহ আলীর চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের ওপরে পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা ‘গুলি সদৃশ বস্তু’ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গুলি সদৃশ এসব ধাতব বস্তু শনাক্তে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবো হবে এবং যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন