প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৫

ভূমিকম্প আতঙ্কে ঢাবির হল থেকে শিক্ষার্থীর লাফ, ঢামেকে ভর্তি

অনলাইন ডেস্ক
ভূমিকম্প আতঙ্কে ঢাবির হল থেকে শিক্ষার্থীর লাফ, ঢামেকে ভর্তি

ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের দোতলা থেকে লাফিয়ে পড়ে মো. মিনহাজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেসময় এ ঘটনা ঘটে।

আহত মিনহাজুর রহমান ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মিনহাজুর রহমান জানান, তিনি সুর্যসেন হলের দোতলার একটি কক্ষে থাকেন। ভূমিকম্পের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্লাস ভাঙার শব্দ শুনতে পান এবং কম্পন অনুভব করেন। এসময় তিনি আতঙ্কে দোতলা থেকে লাফ দেন। এতে তিনি ডান পায়ের গোঁড়ালিতে আঘাত পান। পরে ঢামেকে নিয়ে এলে তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে