প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩১

‘পুলিশের কাছে সব প্রার্থী সমান’

অনলাইন ডেস্ক
‘পুলিশের কাছে সব প্রার্থী সমান’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কাছে সব প্রার্থীই সমান বলে মন্তব্য করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে দ্বাদশ সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রাত্যহিক প্রেস ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছে সব প্রার্থী সমান। প্রচার-প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটির নির্দেশনা দেওয়া আছে।

‘নির্বাচনকালীন সারাদেশে পুলিশ সদস্যরা কর্মরত থাকছেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও ডিউটিতে থাকেন। এমনকি সেদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনী দায়িত্বে।’

তিনি আরও বলেন, বৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কোথাও এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা হচ্ছে। কোথাও কোথাও গ্রেফতারও হচ্ছেন।

আনোয়ার হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলি এবং কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে