প্রকাশিত : ১০ মার্চ, ২০২৪ ১৭:১৪

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৪৯

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৪৯

চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে হাটহাজারীর কাটিরহাট এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশায় ও পথচারীদের ধাক্কা দিলে ১৯ জন আহত হন। বিষয়টি জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তা আরিফ।

তিনি জানান, আহত ১৯ জনকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজিপাড়া মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোহেল বলেন, খবর পেয়ে আমরা ছুটে আসি। ৩০ জনের বেশি আহত ছিলেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বাসের চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। এ সময় অপর বাসকে সরাসরি আঘাত করে। ঘটনার পর ড্রাইভার পলাতক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. নওশাদ বলেন, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে