প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৪ ১৪:৫৬
New Government of Bangladesh

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বণ্টন, ড. ইউনূস পেলেন ২৭ মন্ত্রণালয় ও বিভাগ

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বণ্টন, ড. ইউনূস পেলেন ২৭ মন্ত্রণালয় ও বিভাগ
অন্তর্বর্তীকালিন সরকারের শপথ গ্রহণের পর স্বাক্ষর করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট, ২০২৪। ছবি: ডিজিটাল ডেস্ক।

আজ  ২৫ শ্রাবণ ১৪৩১, ৯ আগস্ট ২০২৪ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। 

কে কোন মন্ত্রণালয় পেলেন

- মুহাম্মদ ইউনূস- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রণালয়,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক মন্ত্রণালয়।

- সালেহ উদ্দিন আহমেদ- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।

- ড. আফিস নজরুল- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

- আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।

- হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়।

- তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়।

- সৈয়দা রিজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

- শারমীন এস মুরশিদ- সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

- এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

- ড. আ ফ ম খালিদ হোসেন- ধর্ম মন্ত্রণালয়।

- ফরিদা আখতার- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

- নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

- মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মাননীয় রাস্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদের সচিব মোঃ মাহবুব হোসেনের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এই যাত্রার সঙ্গী হয়েছেন ১৬ জন উপদেষ্টা।

 

উপরে