বগুড়ায় ১২ থানার মধ্যে ৯ থানার ওসি বদলির প্রজ্ঞাপন
বগুড়ার ১২ থানার মধ্যে ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে বগুড়ার নবাগত পুলিশ সুপার জেদান আল মুসা জানান, এটা রুটিন বদলি। অন্য তিন থানার ওসিরও বদলি হতে পারে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহকে ৬ষ্ঠ এপিবিএন, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীতে সিআইডিতে, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে ৪র্থ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে এবং নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
তবে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ, কাহালু থানার ওসি শাহিনুজ্জামান ও গাবতলী থানার ওসি আশিক ইকবালকে বদলি করা হয়নি। বদলি হওয়া ৯ থানার ওসিকে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।