প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে
সোমবার থেকে লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

লেবাননে ইসলায়েলি বিমান হামলায় মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে। হামলায় এখন পর্যন্ত কমপক্ষে

৫৫৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৫০টি শিশু এবং ৫৮ জন নারী মারা গেছেন বলে জানিয়েছে তারা।

আহত হয়েছে আরও অন্তত ১৬৪৫ জন।

উল্লেখ্য যে, সোমবার থেকে লেবাননে ব্যাপকভিত্তিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হেজবুল্লাহকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।

এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে লেবাননের হাজার হাজার মানুষ।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হেজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা তেরশ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

অন্যদিকে, হেজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দু’শো রকেট ছুড়েছে, যাতে দু'জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এ অবস্থায় উভয়পক্ষকে শান্ত হওয়ার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতাদের অনেকে।

উপরে