প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৬
২৪ সেপ্টেম্বর ২০২৪টাকা না ছাপানো ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি: গভর্নর
অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ছবি
দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নতুন করে টাকা না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ঢাকায় ব্যাংকখাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
"টাকা ছাপিয়ে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার সমাধান হবে না। মানুষের কষ্ট আরও বাড়বে। এ জন্য আমরা টাকা না ছাপানো ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি," বলেন মি. মনসুর।
দুর্বল ব্যাংকগুলোর মধ্যে এখন যেগুলোর টাকার প্রয়োজন হচ্ছে, সেটি অন্য ব্যাংক থেকে জোগান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর।
"এ পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। মানুষের ক্ষোভ ও কষ্ট কমাতে পারলে, সেটি বড় অর্জন হবে," বলেন তিনি।