নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছে।
নিহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবপুর উপজেলার সাতপারা গ্রামের রহিম মিয়ার ছেলে সিএনজি চালক শাহিন [৩৫], একই উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে আবু বকর ছিদ্দিক [৪০], মনোহরদী উপজেলার চখরপদি গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা আক্তার [২৩] ও রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া [৪৮]।
বাকী দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
আজ দুপুর ১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকার ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাসসকে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] মো. আফজাল হোসেন।
তিনি আরও জানান, ‘শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি মনোহরদীর দিকে যাবার সময় পচাঁরবাড়ির এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রী মারা যায়।’
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে।
ওসি আফজাল হোসেন আরও বলেন, উদ্ধার করার পর তাদের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সূত্র: বাসস