প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০১:২১

৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দিনে শপথ নিচ্ছেন ১৫৮ জন সমন্বয়ক

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দিনে শপথ নিচ্ছেন ১৫৮ জন সমন্বয়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। ঘোষণাপত্রে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, লক্ষ্য এবং ইশতেহার লিপিবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

খসড়ার মূল বিষয়বস্তু:
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে:

বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর পুনর্গঠন।

’৭২ এর সংবিধান বাতিল বা সংস্কার।

বর্তমান পার্লামেন্ট বিলুপ্তি।

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ড. ইউনূসকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব।

অর্থপাচারকারীদের শাস্তি এবং পাচারকৃত অর্থ উদ্ধার।

গুম, খুন, এবং গণহত্যার সুবিচার নিশ্চিত করা।

বেগম খালেদা জিয়ার মুক্তি।

নতুন গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি।

পরিপ্রেক্ষিত:
খসড়ায় বাংলাদেশের ইতিহাসের নানা সময়ের বৈষম্যমূলক এবং দমনমূলক কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আচরণ, ১৯৭২-এর সংবিধানের সীমাবদ্ধতা, ফ্যাসিস্ট শাসন এবং সাম্প্রতিক সময়ের গুম ও খুনের মতো ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে।

সংগঠনের বক্তব্য:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদসহ নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ ঘোষণাপত্রের মাধ্যমে ’৭২-এর সংবিধানের সমাপ্তি এবং নতুন রাজনৈতিক কাঠামোর ভিত্তি স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগকে ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা করার পাশাপাশি সংবিধান, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, এবং প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করার দাবি করা হবে।

পটভূমি:
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে সরব রয়েছে। তাদের ৯ দফা দাবির মধ্যে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য অন্যতম।

এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

শপথ গ্রহণ করবেন ১৫৮ জন সমন্বয়ক:

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’  প্রকাশের দিনে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন।

এই অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

উপরে