আইনি জটিলতা কেটে গেলেই তারেক রহমান দেশে ফিরবেন: এ্যানি
লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (২১ জানুয়ারি) আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে তিনি বলেন, মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে এখন তারেক রহমান। দেশের মানুষ তার কথা ও কাজের প্রতি ভরসা রাখে এবং বারবার তাকে দেশে ফিরিয়ে আনার গণদাবি তুলছে।
তিনি উল্লেখ করেন, "দেশ-বিদেশের আইনি জটিলতা কেটে গেলে তারেক রহমান দেশে ফিরে আসবেন।"
তারেক রহমানের প্রতি মানুষের আগ্রহ
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের মানুষ বিশেষ করে ৫ জানুয়ারির পর থেকে তারেক রহমানের প্রতিটি বক্তব্য অধীর আগ্রহ নিয়ে শুনছেন। তিনি আরও বলেন, "আগামীর বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন। কারণ তারেক রহমানের বাহিরে বিকল্প কেউ নেই।"
বিএনপির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য
এ্যানি বলেন, বাংলাদেশে মডেলিং রাজনীতিক দল হিসেবে বিএনপি যদি পথ না দেখায়, তবে আর কেউ তা পারবে না। তিনি বিএনপিকে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করে কলেজ রোড ক্রীড়া সংঘ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম মামুন। এছাড়া জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: desh.tv