‘কমিশন বাণিজ্যের’ অভিযোগে এনসিপি নেতা তানভীরকে অব্যাহতি

জেলা প্রশাসক নিয়োগ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’-এর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শৃঙ্খলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই এনসিপি এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তানভীরকে দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তানভীরের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে দলটি। সেই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।
দলীয় নোটিসে বলা হয়, “গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ ও এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হল।”
নোটিসে আরও উল্লেখ করা হয়, পূর্বে দেওয়া মৌখিক সতর্কতা উপেক্ষা করার কারণেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাউদ্দিন তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের নোটিস হাতে পেয়েছি। অভিযোগ আসার প্রেক্ষিতে দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই অভিযোগের জবাব দেব।”
উল্লেখ্য, এনসিপির তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার শৃঙ্খলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল-আমিন। অন্যান্য সদস্যরা হলেন তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।