প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ১২:৩২
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসকদল
নিজস্ব প্রতিবেদক

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার অংশ হিসেবে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদল বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সকালেই ভারতীয় চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটে পৌঁছায় এবং সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে আহতদের অবস্থা, চিকিৎসার পদ্ধতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
এক বার্তায় ভারতীয় হাই কমিশন জানায়, দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতাল— এই দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি বুধবার বাংলাদেশে আসে। তারা বার্ন ইনস্টিটিউটে গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বিশেষজ্ঞ চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে আহতদের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তারা নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন।”
উল্লেখযোগ্য প্রেক্ষাপট
গত মঙ্গলবার উত্তরার আবাসিক এলাকায় একটি প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্তত ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।