জুলাই জাতীয় সনদে ধন্যবাদ, গণভোট ঘোষণায় নিন্দা: জামায়াতের প্রতিক্রিয়া
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেও একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের ঘোষণায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এমন প্রতিক্রিয়া জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনের আগে প্রথমে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আলাদা বৈঠকে অংশ নেন জামায়াতসহ ধর্মভিত্তিক আট দল, যারা নভেম্বর মাসে গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে।
জাতীয় সনদে ধন্যবাদ, গণভোটে নিন্দা
মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার জুলাই জাতীয় সনদ জারি করার সিদ্ধান্ত যথার্থ। এটি আরও আগে করা হতো হলে সময়ক্ষেপণ কম হতো। সনদ জারির জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের আগে গণভোটের ঘোষণায় বিভ্রান্তি তৈরি হয়েছে, যা আমরা নিন্দা জানাই এবং প্রত্যাহারের আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করার প্রধান উপদেষ্টার যুক্তি সীমিত। একদিকে সামান্য সাশ্রয় হবে, তবে জাতির প্রয়োজন অনুযায়ী বাজেট খরচ হিসাব করলে তা নগণ্য। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাস্তবায়নে জটিলতা তৈরি হবে। এ ধরনের সিদ্ধান্ত পূর্বসুরীদের মতো বুদ্ধিমানের কাজ নয়।”
ভাষণ বিশ্লেষণ ও দলের আশা
তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের নাগরিকদের মুক্তির প্রত্যাশা পূরণ হয়নি। ভাষণে কিছু ইতিবাচক দিক থাকলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়। সুপারিশে বলা হয়েছিল, আদেশ জারির পর গণভোট হতে পারে সংসদ নির্বাচনের আগে অথবা একই দিনে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
বিএনপিসহ কয়েকটি সমমনা দল জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে গণভোটের পক্ষে অবস্থান নিলে, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনে নামে। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা।
প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতিক্রিয়া
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ওই আদেশে সই করেন। পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে গণভোটের সময়সূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করেন।
এরপর বিকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এই বিষয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।”
