জামায়াতকে নিষিদ্ধ করতে সব সময়ই উপযুক্ত : কাদের

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি জামায়াতকে নিষিদ্ধ করতে সব সময়কেই উপযুক্ত সময় বলে মনে করেন।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সব সময়কেই উপযুক্ত সময় ভাবি। কিন্তু এখানে আদালতের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। একটা কনস্টেইন্ট আছে। আদালতের একটা ভারডিক্টের ব্যাপার আছে। সেটাকে আমি কি উপেক্ষা করতে পারি?
সেতুমন্ত্রী বলেন, আমি বিচার ব্যবস্থাকে বলবো, স্বাধীনতা আমি স্বীকার করি। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই আমি তো সেটাকে ভায়োলেট করতে পারি না।
এ সময় উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগ হতাশ নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এদিকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে ফিরলেই (জার্মানি থেকে) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, সম্পাদকমণ্ডলীর সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন, উপজেলা নির্বাচন ও একাদশ জাতীয় নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া সভার শুরুতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।