বগুড়া সদর উপনির্বাচনে বিএনপির প্রচারনা তুঙ্গে
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মোঃ সিরাজ বলেছেন, বিনা ভোটের এমপিরা সংসদে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে। কারন তারেক রহমানকে তারা ভয় পায়। তারা জানে তারেক রহমানকে দেশে আসলে তাদের রাজনীতি থাকবেনা। তিনি আরো বলেন, বগুড়াবাসী খালেদা জিয়ার মুক্তি চায়। তাই ধানের শীষ বিজয়ী হলে সংসদে গিয়ে উচ্চ কণ্ঠে খালেদা জিয়ার মুক্তি চাইব।
সে জন্য ধানেরশীষ বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তিনি বৃহস্পতিবার ধানেরশীষের পক্ষে বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা মুক্তি বিড়ি কারখানা মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরুন ব্যবসায়ী তাবিথ আউয়ালও বক্তব্য দেন। এরপর তিনি বিপুলসংখ্যক নেতা,কর্মী ,সমর্থক নিয়ে শহরের ১৬ নং ওয়ার্ড ,১৭ নংও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
তাঁর সাথে প্রচারনায় অংশ নেন বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, একেএমআহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহাউদ্দিন নাহিন, সহিদ উন নবী ছালাম, কেএমখায়রুলবাশার, পরিমল চন্দ্র দাস, শাহ মেহেদী হাসান হিমু, ফার্মার রফিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, মাসুদ রানা, সৈয়দ আব্দুল গফুর দ্বারা, ফারুকুল ইসলাম ফারুক,শফিকুল ইসলাম , ছাত্রদলের নূরে আলম সিদ্দিকী রিগ্যান , শামছুজ্জামান শামছু ,২০ দলীয় জোটের শরীকদল জাগপার কেন্দ্রীয় নেতা শামীম আক্তার পাইলট প্রমুখ।