কারাবন্দী বগুড়া সদরের যুবদলনেতা অতুল ও ছাত্রদলনেতা মুকুলের পরিবারের পাশে সাবেক এমপি লালু

আজ শুক্রবার কারাবন্দী বগুড়া সদর থানা যুবদলের সাবেক আহবায়ক সাবগ্রাম দাসপাড়া গ্রামের অতুল চন্দ্র দাস ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিশিন্দারা উত্তরপাড়া গ্রামের সরকার মুকুলের পরিবার সদস্যদের খোজখবর ও শান্তনা দিতে তাদের বাড়ীতে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, একএম খায়রুল বাশার, সহীদ-উন-নবী-সালাম, শেখ তাহা-উদ্দিন নাইন, মনিরুজ্জজামান মনি।
আরো উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান আটল, আবু সালেহ নয়ন, হারুনুর রশিদ, মাজেদুর রহমান জুয়েল, আদিল সাহারিয়া গোর্কি, এ্যাডঃ পান্না, মমি, আব্দুল আজিজ, আরিফুর রহমান মজনু, মোশারফ হোসেন, মহব্বত আলী, ভৌরভ, রাশেদ, রেজাউল, শামীম, সন্ধ্যান, সাদ্দাম, অসিফ, জুয়েল, পোটল, মোহন প্রমূখ।