প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ০১:৫৭
সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল’র রংপুর বিভাগীয় অক্টোবর সেবা পক্ষের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল’র রংপুর বিভাগীয় অক্টোবর সেবাপক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সৈয়দপুরে।
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ (এমজেএফ)। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন প্রথম ভাইস গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা, দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইসলাম চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এজাজ
আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার ইফতেখার আহমেদ পুলক, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক, লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, ক্লাব জোন
চেয়ারম্যান মোস্তাফিজ আহমেদ রাজা, রিজিয়ন কো-অর্ডিনেটর রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি জাকির হোসেন মেনন প্রমুখ। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সেবা সপ্তাহের উদ্বোধন হয়। পরে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে সেবা পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত সেবা মেলায় লায়ন্স ক্লাব অব সাফ্লাওয়ারের পক্ষে দুস্থদের মাঝে দেয়া হয় ভ্যান ও ছাগল। দুস্থদের হাতে ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ। এ মেলায় ১১টি স্টল থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের মাঝে।
সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান দুটি পর্বে হয়। একটি পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের বিদায়ী সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান
সরকার। শেষ পর্বের অনুষ্ঠানে সভাপতি করেন একই ক্লাবের নবাগত সভাপতি জাকির হোসেন মেনন। সেবাপক্ষের অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার ১৬টি ক্লাব অংশ নেয়।