প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪ ০১:২৪
সিরাজগঞ্জে গণঅভ্যুখানে আহত ও নিহতদের যাচাই বাচাই কমিটির সভা
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত সদস্যদের যাচাই বাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ এ, কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যাচাই বাচাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।এসময় নজরুল ইসলাম বলেন, তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। গণ-অভ্যুত্থানের শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এবং তাদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান এবং সিরাজগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত সদস্যদের চিন্হিত করে যারা প্রকৃত আহত ও নিহত হয়েছেন তাদের ফাইনাল নামের তালিকা এই কমিটির মাধ্যমে অন্তবর্তি সরকারের কাছে প্রেরণ করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য সচিব সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ফ.ম ওবায়দুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মোঃ জিয়াউর রহমান, জেলা পরিষদ সিরাজগঞ্জের
প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ সুইচিং মং মারমা, সহ সমন্বয়কগণ।