প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ২৩:৫৮

বাজারে আসছে আইপি৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

চাঁদনী প্রযুক্তি ডেস্কঃ
বাজারে আসছে আইপি৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারও নিয়ে আসছে দারুণ এক চমক। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের বাজারে আসছে তাদের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি৭৫এক্স’, যা থাকছে অত্যাধুনিক ফিচারে ঠাসা।

রিয়েলমির জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের উত্তরসূরি এই ডিভাইসে থাকছে ‘আইপি৬৯-রেটেড’ শক ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা স্মার্টফোনকে ধুলা, পানি এমনকি দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকেও সুরক্ষিত রাখবে।

ফ্ল্যাগশিপ ফিচার, সাশ্রয়ী দামে:

পানির নিচে ভিডিও ও ছবি ধারণের আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার

৫৬০০ এমএএইচ ব্যাটারি – দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে

৪৫ ওয়াট ফাস্ট চার্জিং – মাত্র ৩০ মিনিটেই ফোন হবে রিচার্জ

শক্তিশালী গঠন, প্রিমিয়াম ডিজাইন ও ম্যাট ফিনিশ

রিয়েলমির মতে, ‘সি৭৫এক্স’ হচ্ছে এমন এক ফোন, যা একসঙ্গে দিচ্ছে দর্শনীয় সৌন্দর্য এবং ব্যবহারিক দক্ষতা। এর ডিজাইন এমনভাবে গঠিত যেন ফোনটি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে – এক কথায়, এটি কেবল একটি স্মার্টফোন নয়, বরং স্টাইল ও পারফরম্যান্সের এক অনন্য সংমিশ্রণ

কার জন্য উপযোগী?

এই ফোন বিশেষভাবে আকর্ষণীয় হবে তাদের জন্য যারা:

বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্স খোঁজেন

ভ্রমণপ্রিয় বা অ্যাডভেঞ্চার-প্রেমী

ওয়াটারপ্রুফ ও শকপ্রুফ ডিভাইস পছন্দ করেন

স্মার্টফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান

আরও বিস্তারিত জানতে চোখ রাখুন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া চ্যানেলে

উপরে