বাজারে এলো ‘পারফরম্যান্স কিং’— রিয়েলমি ১৪ ৫জি এবং রিয়েলমি ১৪টি ৫জি

তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো দুটি নতুন স্মার্টফোন— ‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোন দুটি ডিজিটাল যুগের ব্যবহারকারীদের জন্য আদর্শ।
রিয়েলমি ১৪ ৫জি: আল্টিমেট স্পিড ও ইফিশিয়েন্সির সংমিশ্রণ
এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট, সর্বোচ্চ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও গ্রাফিক্স-ভিত্তিক গেমিংয়ের জন্য অসাধারণ।
৪৫ ওয়াট ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি ব্যবহারকারীদের নিশ্চিন্ত ব্যবহারের সুবিধা দেবে।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে নিশ্চিত করবে স্মুথ স্ক্রলিং ও প্রাণবন্ত ভিজ্যুয়াল।
ছবির দিক থেকেও পিছিয়ে নেই— এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, যা নিখুঁত ও ভার্সেটাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
রিয়েলমি ১৪টি ৫জি: ব্যালান্সড পারফরম্যান্স ও বিনোদনের সেরা অভিজ্ঞতা
এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট ও অক্টা-কোর প্রসেসর, যা দক্ষতা ও শক্তির ব্যালান্স নিশ্চিত করে।
ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ, যা ডাইনামিক র্যাম এক্সপ্যানশনের মাধ্যমে মাল্টিটাস্কিং আরও সহজ করে।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে এই ডিভাইসেও।
অভিনব ফিচার ও স্থায়িত্বের প্রতিশ্রুতি
দুটি ডিভাইসেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা স্মুথ ও কাস্টমাইজযোগ্য ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে।
এছাড়া আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় এই ফোনদুটি পানিরোধী ও টেকসই ব্যবহারের উপযোগী।
মূল্য ও প্রি-অর্ডার অফার
রিয়েলমি ১৪ ৫জি এর মূল্য: ৪১,৯৯৯ টাকা
রিয়েলমি ১৪টি ৫জি এর মূল্য: ৩১,৯৯৯ টাকা
১৪ মে পর্যন্ত প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা পাবেন ২,৫০০ টাকা মূল্যের রিয়েলমি বাডস একদম ফ্রি।