বগুড়ার শেরপুরে পামওয়েলে ভাজা লাচ্ছায় ঘি’য়ের ফ্লেভার স্প্রে করে তা ঘিয়ে ভাজা লাচ্ছা বলে চালাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে “চাঁদনী বাজারে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২৮এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন। অভিযান পরিচালনাকালে “সাউদিয়া ডেইরী এন্ড ফুড প্রডাক্টস এর কারখানা থেকে লাচ্ছায় ব্যবহৃত ঘিয়ের ফ্লেভারযুক্ত রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। সুনামধন্য এই প্রতিষ্ঠানটির কাছে দীর্ঘদিন যাবৎ এমন প্রতারিত হয়ে আসছেন ভোক্তারা। এমন কার্যক্রমে “সাউদিয়া ডেইরী এন্ড ফুড প্রডাক্টস কে নগদ ১৫ হাজার টাকা জরিমানা ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মইনুল ইসলাম বলেন, ভোক্তাদের সাথে প্রতারণা বিরুদ্ধে আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন